সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


কুর্দিস্তানী কবির স্বাধীনতার কবিতা প্রাসঙ্গিক ও বাঙলায়ন : মীম মিজান


প্রকাশিত:
২১ মে ২০২০ ১৯:৪৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৪৯

মীম মিজান

 

[শেরকো বিকাস একজন কুর্দিস্তানি নির্বাসিত কবি ও স্বাধীনতাকামী নেতা। তিনি ইরাকের কুর্দিস্তানে ১৯৪০ সালের ২রা মে জন্মগ্রহণ করেন। তার বাবা ফায়েক বিকাস ছিলেন কুর্দিস্তানি প্রখ্যাত কবি ও স্বাধীনতাকামী মানস। মাত্র ১৭ বছর বয়সে শেরকো'র কাব্য প্রকাশ হয়েছিল। তিনি কুর্দিস্তান মুক্তি আন্দোলনের রেডিও 'দ্য ভয়েস অব কুর্দিস্তান' এ কর্মরত ছিলেন। তাকে কুর্দিস্তান থেকে একাধিকবার নির্বাসিত হতে হয়েছিল ইরাকি সরকারের চাপে। বিশটির অধিক কাব্যগ্রন্থ লিখেছেন তিনি। 'দিওয়ানে শেরকো' নামে তার কাব্য সংকলন দু'খণ্ডে প্রকাশ হয়েছে। তিনি ১৯৮৭ সালে স্টকহোমের পেন ক্লাবের পক্ষথেকে 'তুচোলস্কি স্কলারশিপ' এবং 'ফ্লোরেন্স সিটি স্বাধীনতা পদকে' ভূষিত হন। তার কবিতা আরবি, সুইডিশ, ড্যানিশ, ডাচ, ইতালিয়ান, ফরাসি, ইংরেজিসহ বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়েছে। তিনি সারাবিশ্বের কাছে মুক্তিকামী জনতার প্রতীক, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, জালিমের শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হিশেবে পরিচিত। শেরকো সুইডেনে রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন ৪ আগস্ট ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শেরকো'র নিম্নোক্ত কবিতাটি 'ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম' থেকে চয়িত হয়েছে।]

মূর্তি

দিনটি আসবে
যখন এ মেদিনীর সব প্রদীপ
হবে বিদ্রোহী
আর নতুন করে জ্বলতে অস্বীকার করবে,
কেননা তারা টিকে থাকবে
তাদের চোখ ঝলমল করতে থাকবে
সহস্র মূর্তির মাথার উপরে
এ মেদিনীতে,
কিন্তু কোনো একটি মূর্তি
দাঁড়াবে না
ইডিসনের জন্য
(মূর্তি কবিতাটি Statue নামক কবিতার বাঙলায়ন)

ঝড়োঢেউ
ঢেউ জেলেকে বলছে:
অনেক কারণ আছে
কেনো আমার ঊর্মিমালা ক্রোধান্বিত।
সব থেকে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে
যে আমি মাছেদের স্বাধীনতার জন্য
আর বিরোধী
জালের বিপক্ষে
(ঝড়োঢেউ কবিতাটি Stormtide নামক কবিতার বাঙলায়ন)

কবিতা দু'টো পোয়েম হান্টার ডটকম থেকে চয়িত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top