সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


জমা থাক বসন্তবিলাস : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২২ মে ২০২০ ১৫:১৫

আপডেট:
২৬ মে ২০২০ ২১:৪৭

 

জমা থাক বসন্তবিলাস;
দূর থেকেই জানিয়ে দাও চৈতালি শুভেচ্ছা।
আপাতত তুলে রাখো রুপালি গিটার;
ঢোলের ঐতিহ্য ভুলে একাকী ঘুমিয়ে পড়ো মন-সাহারায়।

ক'টা দিন নিস্তব্ধ থাকুক সমুদ্রসৈকত;
গর্জন উঠুক নীরবে-নীরবে।
কিছুদিন প্রাণ খুলে খেলে যাক জলের সুবোধ।

অসহায় পাড়াগুলো ঘুমিয়ে পড়ুক,
ঘড়িটা জেগে থাকুক,
নিরন্তর জেগে থাক আশার পিদিম।
ক্ষীণ আলোতেই পড়ে নিও জীবনের পাণ্ডুলিপি।

অন্ধকার কেটে গেলে
ফিরে এসো সাগরের নোনাজলে;
ফিরে এসো সোনালি প্রান্তরে ঢোল-খঞ্জনি পিটিয়ে।
আবার সম্মুখে খুঁজে নিও পুরোনো নিঃশ্বাস,
খুঁজে নিও শ্রাবণের জলকেলি।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top