সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সাহসের গান : খালেক বিন জয়েনউদদীন


প্রকাশিত:
১০ জুন ২০২০ ২২:৩৫

আপডেট:
১০ জুন ২০২০ ২২:৪১

 

দুরাচার-দুর্নীতি ধেয়ে আসে সন্ত্রাস-
চারদিকে আঁধারের ভূত ছায়া মন ত্রাস ।
থাবা মারে কালো হাতে প্রাণ কাঁপে ডরেতে
মানবতা উবে যায় আগ লাগে ঘরেতে ।

 

সন্ত্রাস যুগে যুগে দেশে দেশে দেখেছি
মানবতা মৃত্যুতে তার ছবি এঁকেছি ।
অবিচার-নিপীড়ন আরো কত অন্যায়
সত্যের দাপটে ভেসে গেছে বন্যায় ।

 

সাম্যের জয়গান আত্মার ভক্তি-
রুখে দেয় ঐক্য শত্রুর শক্তি ।
পারাজিত দুষ্টুরা হেরে যায় আঁধারে
দুর্গম পথে চলি, ছুটে যায় বাধারে ।
জয় হোক মানুষের সব ভালবাসা
সাহসের সাম্যের যত আলো-হাসা ।

 

খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top