শ্বাস নিতে পারছি না : প্রণব মজুমদার


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২০:৩৯

আপডেট:
৮ জুলাই ২০২০ ২০:৪০

 

কষ্ট কী শুধু সয়েই যেতে হয় 
মস্তিষ্ক আর কত ধকল নেবে ?   
বিনিদ্র রাত্রিকে পাহারা দেয় অসুখ
মনকে মমতার সূঁতোয় বেঁধে রাখা যায় না
দুধের মাছি, পরিযায়ী সুখ পাখিরা উড়ে যায়
ভাইরাসের মতো হৃদয় ঘরে আঘাত করে
ঘাতক অস্ত্রে বিদ্ধ হয় ভালোবাসার যৌবন
আমি আর শ্বাস নিতে পারছি না!

 

প্রণব মজুমদার
লেখক গল্পকারকবিপ্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগরঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top