বঞ্চনারই ঈদ : শ্যামল বণিক অঞ্জন


প্রকাশিত:
৩১ জুলাই ২০২০ ১৪:৫১

আপডেট:
৩১ জুলাই ২০২০ ২২:২৩

 

ভাঙা চালা শূণ্য থালা
জীর্ণ কুঁড়েঘর,
হেলাফেলা অবহেলায়
চলে জনমভর।
পায়না আহার রঙের বাহার
মনের মতো জামা,
অনাহারে অর্ধাহারে
চলাই জীবননামা।
খুশির ধারায় সবাই হারায়
ঈদটা এলে পরে,
উৎসবটা দেয়না শুধু
উঁকি ওদের ঘরে।
ঈদটা মানে ওদের কাছে
নয় কিছু বিশেষ,
ছিন্নমুলে ছিন্ন ফুলে
বঞ্চনারই রেশ! 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top