আশাবরী : ড. মহীতোষ গায়েন
প্রকাশিত:
৬ আগস্ট ২০২০ ২৩:৪৮
আপডেট:
৩ অক্টোবর ২০২০ ২৩:২৯

রাত বাড়ছে বাড়ছে রাত নিঝুম রাতে ভয়
জল বাতাস বাতাস জল ভয়ের রাত জয়,
আকাশে মেঘ আষাঢ়ে মেঘ শুদ্ধ বাতাস হীন
বরষা নেই আশার আলো তবুও জাগে ক্ষীণ।
ভোর হয়েছে আকাশে ভোর ফুল ফুটেছে ফুল
বিপদ ঠেলে এগিয়ে এসো আর করোনা ভুল,
মোহন বাঁশি বাজছে মাঠে ভৈরবী আজ হাসে
কৃষ্ণ গোপাল চাষের কাজে রাধিকা তার পাশে।
কোথায় সুখ সুখ কোথায় ঠিকানা হীন পথ
যায়না চেনা ভূবন জোড়া বিজয় সুখ রথ,
সেদিন ছিল আকাশে নীল সেদিন ছিল ভালো
দিগন্তে আজ ভীষণ কষ্ট দিগন্ত আজ কালো।
মানুষ চায় থাকতে ভালো মানুষ দেখে আশা
বিপদ দিনে পাশে থাকুক হৃদয় মুগ্ধ ভাষা,
যাবেই চলে রোগ জীবাণু যাবেই চলে কষ্ট
কর্ম জীবন বাঁচার স্বপ্ন আর হবেনা নষ্ট।
গাইছে পাখি বিজয় গান কৃষ্ণচূড়ার ডালে
পরাণ মাঝি বাইছে খেয়া ঢেউ লেগেছে পালে,
সবুজ গাছে দোল লেগেছে প্রাণের ছোঁয়া লাগে
আসবে সুখ সুদিন বেয়ে যায়নি দেখা আগে।
ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব্যারকপুর, কলকাতা
বিষয়: মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: