কলঙ্কিত এক বেদনানামা : জোবায়ের মিলন
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২০ ২৩:২৫
আপডেট:
২৩ জানুয়ারী ২০২৬ ০৩:১৫
২১ কোনো নিষ্পাপ তারিখ নয়-
খুনের উপর খুনে অভ্যস্ত এক অপয়া অধ্যায়
আগস্ট জঠর থেকে জন্ম নেওয়া এক অপভ্রংশ।
এখনও কেঁপে উঠি সেই বিকালের ভয়ানক খুনে
এখন ঝাপসা দেখি হঠাৎ হঠাৎ
দেখি- একটি অমল প্রাণের দিকে ছুটে আসা অপমৃত্যুর
তীব্রগতির ছোবল;
এখনও চোখ বুজে আসে ভয়ে, বিস্ময়ে, কম্পনে. . .
২১ কোনো সাদামাটা দিন নয়
নৃশংসতায় ভেজা বিক্ষত লাল মলাট।
এখনও আতকে উঠি সামান্য শব্দে
বেলুন ফাটার তরঙ্গে নড়ে উঠি আমূলে
‘‘গোলাপটির ক্ষত হলো বুঝি!’’ আতঙ্কে চমকে উঠি
নরক মন্ডপে পড়ে থাকা ফড়িং-এর মতো করি ছটফট
মুঘ থেকে লাফিয়ে উঠতেই তৃষ্ণায় ফাটে গলা- জল
জল করে আর্তনাদ! সেই বিকাল ছিল এমন সহস্র
বিকট-বিলাপের কুন্ডলী. . .
২১ শুধু পঞ্জিকার পাতায় নয়
মাটিতে চিহ্নিত কলঙ্কিত এক বেদনানামা।
জোবায়ের মিলন
বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি, ঢাকা।
বিষয়: জোবায়ের মিলন

আপনার মূল্যবান মতামত দিন: