সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সুপার আর্থ এবং নতুন পৃথিবী : মাহবুবুল আলম


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২০:৫৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৮

 

প্যান্ডেমিক প্রলয়ের পর যারা বেঁচে যাবে
তারা দেখবে এক নতুন পৃথিবী, দেখবে
সুপার আর্থ নামের এক বিশ্বব্রহ্মাণ্ড।

এই লকডাউন শেষে ভোরের জানালায়
উড়ে আসবে এক আলোর পাখি
সে ই নতুন পৃথিবীর দূত হয়ে নিয়ে আসবে
সেই খবর, যেই খবর শোনার আশায়
পৃথিবীর তাবৎ মানুষ নিষ্ঠুরতম এক
ক্রান্তিকাল অতিক্রম করছে।

একদা মানুষের অত্যাচারের কঠিন আঘাতে
অন্তর্হিত হয়েছিল সাগরের মৎস্যকন্যারা,
তিলে তিলে বিলপ্তির পথে এগিয়ে যাচ্ছিল
মায়াময় ডলফিন, তারা আবার সগৌরবে
ফিরে আসবে নতুন পৃথিবীতে, সমুদ্রতলে
শৈবাল ও জলজ জঙ্গলে ভিড় করবে
হাজার প্রজাতির রঙিন মাছ এবং শুশুকেরা।

তখন দেখবে মানুষ কোটি টন মারনাস্ত্র
নিক্ষিপ্ত হচ্ছে সাগর আর মহাসাগরের
অতল তলে, সেখান থেকেই উদ্ভব হবে
নতুন এক শান্তি সভ্যতার, সেই সভ্যতার
অংশিদার হবো তুমি আমি, আমরা সবাই
ভূমিকম্পের মতো আফটার শক প্রক্রিয়ায়
এই বিশ্ব পুনঃর্নির্মিত হয়ে জন্ম হবে এক
নতুন বিশ্বের যার নাম হবে সুপার আর্থ।

তখন যারা নিজেদের শোধরাতে পারবে তারা
শামিল হতে পারবে আগামীর মঙ্গলাভিযানে।

 

মাহবুবুল আলম
কবি, কথাসাহিত্যিক, কলামিস্ট ও গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top