প্রথম প্রতিশ্রুতি : সারাহবানু শুচি


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৫

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ১০:০০

 

কথা ছিল এক শরতের বিকেলে 
দেখা হবে তোমার সাথে
কোন এক দিন
জেগে থাকার প্রতিশ্রুতি ছিল
কিন্তু ভুল হলো
ভুলে গেলাম।

তার অনেক বছর পর শরত কাল
নিরঝরের পথে চলছি একা
ঝাউবন ঝর্ণার ঝরঝরে  হাওয়া
আধা চাদ উঁকি গোধূলি গগনতলে  
দেখা হলো আবার 
কতো সহস্র রজনীর শেষ
ভালোবাসার আভাস জড়িয়ে ধরে
সেই শরতের  সন্ধ্যা
তবুও কেউ কাউকে চিনি কি করে! 
ভালোবাসা ঘাস হয়ে আছে মাটির ভ্রনে !!
  



আপনার মূল্যবান মতামত দিন:


Top