বসন্ত দিন হে : দিলারা মেসবাহ


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২০ ২২:২০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৩

 

অযুত ফুলের দিন, বসন্ত প্রসন্ন প্রিয়। 
পাতাবনে ছলাকলা নৃত্যের গূঢ় --
আমি কী বুঝিনি তোমার সহাস্য সকল? 
বসন্ত আমার প্রিয় যাপনের তিথি। 

শেখাও আমাকে প্রিয় নবনৃত্য, রাগিনীর বিবিধ। 
চকিতে ভীত যদিবা ভুলে থাকো আমার আড়াল!
আমি বিজন বিধুর, জলসা ঘরের কেউ নই। 
নিভন্ত তুষেরআগুন, সুন্দরের ধ্যানে থাকি। 

সাধন ভজন যতো, বিহ্বল অচিন  
কখনো উজানে ভাসি, সোতের শ্যাওলা।
ডাকে ফের মরা কাটালের দিন,আয় আয়--
আমাকে জাগাও তুমুল হে বসন্ত বাসনা।

বিরলে দিও না মুছে আড়ালচারিনীরে।
আমি প্রিয় জেগে থাকি দীর্ঘ দীর্ঘ রাত। 
দেখে যাবো ফুলতোলা অসীম প্রভাত।
আমি জেনো দেখি হে সমূহ অদেখা!

 

দিলারা মেসবাহ
কবি ও কথাশিল্পী, বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top