সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সেই সাধারণ মেয়ে : মালিহা পারভীন


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২১:০১

আপডেট:
৭ অক্টোবর ২০২০ ২১:০৭

ছবিঃ মালিহা পারভীন

 

মেধা ও মননে, চেহারা বা চলনে
বড় বেশি সাধারণ আমি।
আত্মীয়, প্রতিবেশি, সমাজ সংসারে
আলোচনার বিষয় হবার মতন কেউ নই।

আমি কবিতা লিখতে পারি না
সুরের ইন্দ্রজাল পারি না ছড়াতে
চৌকষ কথায় চমকে দেয়া তাও পারি না
' না পারা' র বিশেষণে পুর্ণ সাধারণ এই আমি।

আমার স্বপ্ন সাধারণ
আমার আকাঙ্ক্ষা সাধারণ
আমার কষ্ট সাধারণ
আমার আনন্দও সাধারণ।

সেই আমি একদিন ধর্ষিত হলাম,
রক্তাক্ত হলাম, লাঞ্ছিত হলাম।
মায়ের মতন, বোনের মতন এই আমি
মানুষরূপী মানুষদের কাছে ছিন্নভিন্ন হলাম।

কেউ বলল এ আমার পোষাকের দোষ,
কেউ বলল হাসির, বা তাকানোর দোষ।
আমার এই সব দায় নিয়ে, দোষ নিয়ে
চায়ের আড্ডার মুখর ঝড় হলাম।

আমি পত্রিকার হেড লাইন হলাম
ব্রেকিং নিউজ, ক্যামেরা, ফ্ল্যাশ
আমায় রাতারাতি বিখ্যাত করে দিল,
সেই সাধারণ আমি অসাধারণ হলাম, অসাধারণ!
------

 

ডা: মালিহা পারভীন
সেগুন বাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top