সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সময় বদলায় না আমরা বদলাই : অমিতা মজুমদার


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২১:৫৮

আপডেট:
১৪ অক্টোবর ২০২০ ২২:৫৭

 

বাবার হাত ধরে গুটিগুটি পায়ে হাঁটে যে শিশুটি,
পরিপূর্ণ সতরুণ হয়ে উঠতে না উঠতেই ছাড়িয়ে নিতে চায় সে হাত।
ধরতে চায় অন্য একটি হাত,
যে হাতটি তার বাবার মতো শক্ত নয়।
কিছুটা কোমলে কঠোরে মেলানো, 
কিন্তু সে হাতে আছে অন্যরকম এক আকর্ষন!
এ যেন সেই সময়ের সাথে সাথে হাত বদলের খেলা,
সবার জীবনেই এ খেলা চলে অবিরাম।
কিন্তু কেউ সে কথা মনে রাখেনা,
আজ এই ক্ষণটুকুই সত্যি বাকী সব আঁধারেতে ঢাকা।
এই সত্য মেনেই চলতে ভালোবাসে,
আজকের আমি, অতীতের আমি,
ভবিষ্যতের হয়তো কেউনা!
অতীতের যে তরুণ দিয়েছে তার,
সবটুকু তারুণ্য উজাড় করে,
 সময়ের হাতে নিজেকে করেছে সমর্পণ।
সেই সময়েরই নির্মমতায়,
 আজ সে গন্য হয় অকর্মণ্য বলে!
আজকের তারুণ্য হয়তো জানেও না,
আগামীর তরুণের কাছে হয়ে উঠবে সেই অকর্মণ্য!
তবুও বর্তমানকে নিয়েই বাঁচতে ভালোবাসি আমরা।  

 

অমিতা মজুমদার
কবি ও লেখিকা, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top