সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


শান্তিনিকেতন যাই নি কখনো! : শৌভিক চ্যাটার্জী


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২২:০৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ২০:৩৩

 

আমি কখনো শান্তি নিকেতন যাই নি!
কখনো জোড়াসাঁকোয় পা রাখি নি!

বন্ধু কবি, কবি বন্ধু, বন্ধুবর, সবান্ধবে, সমবেত উপহাসে বারবার ভাসিয়েছে আমায়!

'তুই এখনো বেঁচে আছিস...' ইত্যাদি তর্জনে তর্জনী তুলেছে গর্জনের নিগূঢ় উপহাস্যে...

না আমি শান্তিনিকেতন যাই নি! ইচ্ছে হয়নি।
কখনো হয়েও ছিলো হয়তো!

আমিও খোয়াই এর পাশে বসি। সুরাসক্ত শক্তি নিয়ে 'শক্তি' পড়ি কিম্বা স্বয়ং রবি ঠাকুরের অঞ্জলি দিই!
'রবি ঠাকুরের স্পর্শ পেতে ইচ্ছে হয় না তোমার?' বলেছিলো সঞ্চয়িতা!

অসংখ্য প্রেম, গাত্রদাহ, গৃহদাহ, সংসারের বিচিত্র কৌণিক দুরত্বে দাঁড়িয়ে দেখেছি চিত্রারা কাঁদে প্রতি রাতে!
আমার শাহজাহান হওয়া হয়নি!
বহুযুগ পূর্বেই ঝড়ের রাতের সমস্ত দুয়ার ভেঙে সোনারতরি তে চলে গিয়ে গিয়েছিলো পূরবী!

আমার মনের মানুষ রা কখনো বাউল হতে পারে নি তো!
জীবন দেবতা বলতে বুঝি সন্দীপ দা!
প্রথম পড়িয়েছিলো আফ্রিকা আর ক্যামেলিয়া!

আমি ভানুসিংহ দের অস্ত যেতে দেখেছি!
আমি ফুলের ব্যবসায়ী আদিত্য কে দেখেছি নিত্য পরাজিত হতে!
প্রতি প্রভাতে দেখেছি বিদায় ব্যথার ভৈরবী!

নাঃ আমি শান্তিনিকেতন যাই নি! দেখিনি খোয়াই!
কী করে বোঝাই!
অসংখ্য রবীন্দ্রনাথ বুকে করে, আস্ত শান্তিনিকেতন হয়েই যে আছি!
যেখানে উদীচী হাওয়ায় শীতল করে কবি কন্ঠ!
সেখানে সুন্দর উপাসনা গৃহ আছে, বেলজিয়াম কাচে মোড়া নয় বোধহয়!
স্তোত্র ভাসে রোজ রাতে, পাখি পড়া করে বুঝিয়ে যায়, 'আত্মহত্যা পাপ! লড়ে যা!'
নাঃ শান্তিনিকেতন যাই নি কখনো!

 

শৌভিক চ্যাটার্জী
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top