শুধু একবার : মাসুদ পারভেজ
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২০ ২৩:২৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:৪১
আহত বিকেলে সীমান্তের চৌকাঠ পেরোনো সূর্যটাকে প্রশ্ন করে দেখো-
কেন সে নিভে যায়?
প্রশ্ন করে দেখো একবার দুইবার সহস্রবার।
মাকড়সার জালের সুতোয় আটকা পড়া কুয়াশার হতাশা ছুঁয়ে দেখো-
কাকে সে পেতে চায়?
ছুঁয়ে দেখো হাত বাড়িয়ে মন বাড়িয়ে।
নিশ্চুপ রাতের বুকে অবারিত শূন্যতায় রাত জাগা পাখিটাকে খুঁজে দেখো-
কি তার আর্তনাদ?
খুঁজে দেখো এধার-ওধার চারিধার।
প্রয়োজন শেষে নর্দমায় ফেলে দেওয়া গোলাপের কষ্টটুকু ভেবে দেখো-
কি তার অপরাধ?
ভেবে দেখো চোখ মেলে হৃদয় খুলে।
হাজার বছরের পুঞ্জীভূত ব্যথা বেঁধে রাখা নীরব পাথরটাকে ভেঙে দেখো-
কেন তার নীরবতা?
ভেঙে দেখো খন্ড-বিখন্ড চূর্ণ-বিচূর্ণ করে।
তুমিহীনা পৃথিবীর সব অপূর্ব কষ্টের উপমা এই আমাকে কাছে ডেকে দেখো-
কতটা ভালবাসা জমা?
ডেকে দেখো হৃদয় খুলে শুধু একবার।
মাসুদ পারভেজ
আগ্রাবাদ চট্টগ্রাম
বিষয়: মাসুদ পারভেজ
আপনার মূল্যবান মতামত দিন: