সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


মানুষ হতে চাই : জাহানারা নাসরিন 


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ২০:৪০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৭:০৪

 

যতই সংখ্যার মানুষে খুব দ্রুত 
ভরে যাচ্ছে এই ধরা,
ততই মনুষ্যত্বের মানুষ 
কমে আসছে শূন্যের কোঠায়।
বিধাতা আমাদের মানুষ করো
খোলসে ঢাকা সংখ্যার মানুষ নয়,
খোলসে ঢাকা মানুষগুলো 
বড্ড বেশি সরীসৃপ হয়,
প্রয়োজনে ক্ষণে ক্ষণে রঙ বদলায় তারা
তাদের হিংস্র তাণ্ডবে জাতি আজ দিশেহারা।

বিধাতা আমাদের শুধুই মানুষ করো 
চূর্ণ-বিচূর্ণ হোক শত ঈর্ষার দেয়াল
নিমিষেই গড়ে উঠুক সহানুভূতির পাহাড়
হাজার বছরের অনাকাঙ্ক্ষিত আর্তনাদগুলো
ভরে উঠুক সহমর্মিতা আর ভালোবাসায়।
সৃষ্টির বিলুপ্ত অনুভূতিগুলো আবার 
জেগে উঠুক নতুন পরিক্রমায়।

নির্লিপ্ত, স্বার্থপর ও নষ্ট বিশেষণের মানুষ নয়
প্রকৃত মানুষ, মনুষ্যত্বের মানুষ,
বিধাতা আমরা কেবলই মানুষ হতে চাই।

 

জাহানারা নাসরিন 
সহকারী শিক্ষক 
দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top