সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ভাল থেকো বোধি : কৃষ্ণা গুহ রায়


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২১ ১৮:১০

আপডেট:
২৫ জানুয়ারী ২০২১ ১৮:১৩

ছবিঃ কৃষ্ণা গুহ রায়

 

পাহাড় ঘেরা নির্জন শহরটা এখনও একই আছে৷ পাহাড়ের খাঁজে নাম না জানা রঙীন ফুলগুলো জীবন্ত হয়ে ওঠে ধুপছায়া মেশানো মনের ক্যানভাসে৷ তোমাকে ঘিরে রাখা মনের গভীর অনুভূতিগুলো এখন শত যোজন দূরে৷ যা শত ইচ্ছেতেও আর কোনওদিনই তোমাকে ছোঁবে না৷ 
তোমাকে প্রথম দেখাটা হঠাৎ করে হলেও দীর্ঘ অদর্শনেও দুটো মনের ছোঁয়া এখনও নিবিড়৷
আমি মানুষটাই যে বড্ড ছন্নছাড়ি৷ মনের শব্দগুলো যে কোনওদিনই নিয়ম মানেনি৷
তাই একদিন বলেই ফেলেছিলাম, তোমার হাসিটা একদম শিশুর মতন৷ 
আমার আব্দারে তোমার অবাধ্য প্রশ্রয় ভাসিয়ে নিয়ে গিয়েছিল কথানদীর বাঁধনহীন স্রোতে৷ 
সময় যেদিন ধাক্কা দিল মনখারাপীর মেঘের রঙ সেদিন শীত৷ 
মনেরও যে মন খারাপ হয় সেদিন বুঝেছিলাম৷ 
তাই ফিরে গেলাম আবার চুপকথার দেশে৷ 
তুমি তোমার সব কিছু নিয়ে ভাল থেকো বোধি৷

 

কৃষ্ণা গুহ রায়
কবি, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top