সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বসন্ত এসেছে : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৭

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০২:৪৪

 

চকিতে শুনিলাম দূর কোন পথে
কে যেন ডাকিয়া কয়,
চোখ তোল মেয়ে, প্রদীপ জ্বালো
ফাগুন যে চলে যায়।

বাতায়ন পথে চাহিয়া দূরে
মাতাল হাওয়ারে ডাকি
শুধালাম আমি উচ্ছাস ভরে
বসন্ত এসেছো নাকি?

নব সৃষ্টির মাধুরী মিশায়ে
কহিল হাসিয়া সে,
হৃদয়ের এতো আকুলতা দেখেও
বুঝো না আমি যে কে?

যে তোমায় কাঙাল সাজালো
করিলো কেবল হেলা
তাহার লাগিয়া দূরে কেন রাখো
মধু বসন্ত বেলা?

দ্বার খোলো মেয়ে, চোখ মেলে দেখো  
আমি যে রয়েছি চেয়ে --
কবে যাবে তুমি এই পথ দিয়ে
জীবনের গান গেয়ে।

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক, কলামিস্ট ও কবি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top