তোমাকে বুঝি না নারী : সুব্রত চৌধুরী
প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ২১:৪৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:০৬
তোমাকে বুঝি না নারী
কখন নামবে বৃষ্টি চোখে সূর্য দেবে উঁকি
হৃদের মাঝে ঝড়ো হাওয়া মেঘের আঁকিবুকি।
তোমাকে বুঝি না নারী
নীলাম্বরী সাজে তুমি উঠবে কখন সেজে
ঝুমুর ঝুমুর পায়ের নুপুর উঠবে কখন বেজে?
তোমাকে বুঝি না নারী
কোন হাওয়াতে উড়বে তোমার শ্যাম্পু করা কেশ
দু’চোখ জুড়ে ঝরবে তোমার মুগ্ধতার আবেশ।
তোমাকে বুঝি না নারী
কখন তুমি মেলবে পেখম মেঘ গুড় গুড় শুনে
গুনবে তারা চোখের তারায় এক দুই তিন গুনে।
তোমাকে বুঝি না নারী
কখন তুলবে সুরের ঝংকার তোমার মিহি গলায়
গাঁথবে মালা মনের খুশে বকুল গাছের তলায়।
তোমাকে বুঝি না নারী
মন বাগিচায় ভ্রমর কখন গুন গুন গাইবে গান
মনের কোনে ডাকবে তোমার প্রেম যমুনার বান।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, নিউ জারসি, আমেরিকা
বিষয়: সুব্রত চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: