সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


চরিত্রহীনা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২৫ মার্চ ২০২১ ১৮:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:০৫

 

সুরঞ্জন এ কেমন নিয়ম?
তোমার স্পর্শে আমি নষ্ট হই
চুম্বনে আমি এঁটো হই
আলিঙ্গনে হই চরিত্রহীনা।
তুমি থেকে যাও পুত- পবিত্র
পূণ্যবান,  চরিত্রবান মহাপুরুষ।

কলংকের হাজার কালিমা ললাটে এঁকে-
শকুনের মত আহার কর
চোরের মত চুরি কর
চাতুর্যের গরলে নিঃস্ব কর।
তারপর--
বিচারকের আসনে উপবিষ্ট তুমি
চরিত্রহীনার তিলক আঁকো প্রশস্ত ললাটে আমার।

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top