সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


তারাদের সাথে : রওনক খান 


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৯:০২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৪:৩৪

ছবিঃ  রওনক খান 

 

ঝলমলে রূপালী তারাদের মত
বিগত সুখ যত শিথিল দুহাতে ভরে 
রেখে দিলাম, 
শিয়রে আমার। 
আঁখিপাতে নিদ্রার ভার  --- নামেনা আর 
অতন্দ্র রাত্রি হায়, ক্রমশই ক্ষয়ে যায়, 
 বয়ে যায়, অনুপুঙ্খ নীরবতায়
সমুদয় প্রহর। 
একাকি বিভাবরী 
স্নায়ুকোষে অবিরাম এলোমেলো আনাগোনা 
ছেলেবেলা অথবা দুরন্ত ফাগুন।   
পরিশ্রান্ত পরিব্রাজক এক 
নিমিলীত আঁখি জুড়ে কেবলই জাগরণ। 
বেলাশেষে ললাটের রসকলিটির মতন 
ভাবনার ভাবে ভরা, নিদ্রাহারা 
শিয়রের যত তারা।। 

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top