নববর্ষে তোমায় খুঁজি : সুব্রত চৌধুরী
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ২১:১৯
আপডেট:
১৪ এপ্রিল ২০২১ ২১:২১
নববর্ষের রঙিন চোখে তোমায় আমি খুঁজি
তোমার ছায়া দেখতে পাই যে চোখটা যখন বুজি।
হুড খোলা ওই রিকশা চড়ে খাচ্ছো হাওয়া বেশ
এলোমেলো ওড়ে তোমার শ্যাম্পু করা কেশ।
হলুদ লালে সাজো তুমি খোঁপায় চাঁপা ফুলে
আলতা পায়ে ছন্দ তালে ঝুমকো লতা দুলে।
তোমার মনে খুশির নহর বহে ঝর্ণা ধারা
মনময়ূরী হয়ে তুমি হও যে পাগলপারা।
তোমার চোখে খুশির ঝিলিক ফড়িং যেন নাচে
ইন্দ্রধনুর সাতটি রংয়ে ভালোবাসার আঁচে।
নববর্ষে তোমায় নিয়ে চলে যাবো দূরে
মনের খুশে মাতবো দু’জন নতুন দিনের সুরে।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
বিষয়: সুব্রত চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: