প্রিয় কংকাবতী, তোমার ফেরার অপেক্ষায় ফেরারি আমি আজ : সাইফুর রহমান কায়েস


প্রকাশিত:
৫ মে ২০২১ ১৯:৪০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

 

আমার এক লহমা কাটে না। একটা ঘোরের ভিতর দিয়ে কেটেছে রাত। মৃত্যু এসে হানা দিতে গিয়েও ফিরে যায়। নির্ঘুম রাতের ভেতরে স্বপ্নগুলিও হারিয়ে গেছে। নিজের জীবনের এমন বিপন্ন সময় আর কখনো আসে নি। অন্তর্মাধুর্যময় জীবন হবার কথা ছিলো। হাওরে, পাহাড়ে, বনে বাদাড়ে, জলে ও বিলবাদালে শিকারি হয়ে আরো কিছুদিন ঘুরে বেড়াতে চেয়েছিলাম। এক নির্বিশঙ্ক আততায়ী যেনো কুরে কুরে খাচ্ছে। মৃত্যুপথযাত্রীদের আধারলাগা চোখ যেনো আমার। প্রবল উৎকণ্ঠা যেনো আমাকে আবার বিশোত্তর যৌবনের আড়ে বেধে রাখছে। 

আমার যমদূতেরা যেনো আমারই তাড়া খেয়ে ঘরে ফিরে গেছে। আমি আর কারো উপর বিশ্বাস রাখতে পারি না। না রাত্রি, না দিন, বা চন্দ্র, না সূর্য, না অগ্নি, না সিঁদুর। অথচ একদিন তোমার সিথির সিদুর আমার স্বাক্ষী হতে চেয়েছিলো। তোমার শাখাজোড়ার শপথ আমি কখনো উপেক্ষা করি নি। কনকাম্ভোজ, প্রিয় কংকাবতী তোমার মাঝেই ফিরে ফিরে দেখি। একদিন প্রবল শীত আর অন্যদিন প্রবল বারিষাকে থুড়ি মেরে আমাকেই তোমার হৃদয়ের দস্তরখানায় বসিয়েছিলে ভালোবাসো বলে...

তোমার ভেতরে কৈলাশ পাড়ি দেবার কি উন্মাদনা আমি দেখেছি সেদিন। সকল প্রথা ভেঙে আমাকেই কাছে টেনেছিলে তুমি। এই যুগান্তরের পরিব্রাজনকাল পেরিয়ে আজ তুমি কোথায় নির্মিলিত হলে সকল নির্মিৎসাকে ভুলে গিয়ে। একদিন যে প্রথা ভেঙ্গেছিলে আজ সে প্রথাই তোমাকে হরণ করে নিলো সকল পরাম্পরাকে অস্বীকৃতি জানিয়ে। হয়তো আমারো দোষ ছিলো। কিন্তু লঘু পাপে অতো গুরুদণ্ড আমার ললাটে লিখা হবে জানতাম না। তোমাকে হারানোর শোক , তোমাকে পাবার সুখ আমি এ জীবনে ভুলবো না - প্রিয় কংকাবতী। তোমার কংকনের সুর যে আজো এখনো আমাকে উণ্মাতাল করে তোলে। তোমার ফেরার পথ চেয়ে তাই আমি আজ ফেরারি। এক বিন্দাস জীবন নিয়তি আমার।

 

সাইফুর রহমান কায়েস
প্রধান সম্পাদক
শব্দকথা টোয়েন্টিফোর ডটকম

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top