রাগ করো না মেয়ে : সুব্রত চৌধুরী
প্রকাশিত:
১১ মে ২০২১ ২১:৪১
আপডেট:
১১ মে ২০২১ ২১:৪২
দহনকালে অনুজীবে খাচ্ছে কুরে কুরে
ঈদের খুশি মোহন বাঁশি বাজে না আজ সুরে।
ঘোরাঘুরি শেষে রাতে সেহরী পার্টিতে
যাওয়া সেথা হবে নাকো ঘাম ভেজা ডার্টিতে।
কেনাকাটা হবে নাকো ঘুরে ঘুরে চাঁদ রাতে
জমবে নাতো আড্ডা এখন আহা প্রাণের মৌতাতে।
ঈদের চাঁদের হাসির ছটা পড়বে না আজ মুখে
রংগীন সাজে সেজে মেয়ে নাচবে না তো সুখে।
রাগ করো না মেয়ে ওগো আসবে সুন্দর দিন
সুখ পাপিয়া মেলবে ডানা বাজবে খুশির বীণ।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
বিষয়: সুব্রত চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: