ঘূর্ণিঝড় : রোজীনা পারভীন বনানী
প্রকাশিত:
১৯ জুন ২০২১ ১৯:৪০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৫:২৭
ঝড় আসছে, ঝড়
মাতাল পাগল ঘূর্ণিঝড় ....
ঝড়ের রথে উড়িয়ে আঁচল তোমায় নিয়ে
পালিয়ে গেলে কেমন হতো?
ভীড়ভাট্টার শহর ছেড়ে
ধূলি-ধোঁয়া,গাড়ী-ঘোড়ার হর্ণ বাঁচিয়ে
বৃক্ষহীন রুক্ষ্মমাটি
ইট-পাথরের আবাস ছেড়ে
জরা-ব্যাধি, শোক-তাপ
এক ফুতে উড়িয়ে দিয়ে
তোমায় নিয়ে
পালিয়ে গেলে কেমন হতো ?
সবুজঘেরা কোন নিঝুম দ্বীপে
নুড়ি বিছানো সৈকতে
কুড়িয়ে পাওয়া ঝিনুক আর--
জল-কলমির ফুলের সাজে
কুঁড়ে ঘরের পাতার মাচায়
বেশ নতুন রকম বাসর হতো
তোমার -আমার....
সাগর জলের স্বচ্ছ নীলে
বিভোর হয়ে সাঁতার কেটে,
আর চাঁদনী রাতের আকাশ দেখে
কাটতো দিন
চিন্তাবিহীন ...
ঝগড়াঝাঁটি মান-অভিমান
মুছিয়ে দিত সবুজঘেরা নিঝুম দ্বীপের
দূষণবিহীন অম্লজান....
একঘেয়ে এই জীবন ছেড়ে
তোমায় নিয়ে
ঝড়ের রথে উড়িয়ে আঁচল পালিয়ে
গেলে কেমন হতো ?
রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ
বিষয়: রোজীনা পারভীন বনানী
আপনার মূল্যবান মতামত দিন: