মেঘবালিকা : সুব্রত চৌধুরী
প্রকাশিত:
১৯ জুন ২০২১ ২০:১২
আপডেট:
১৯ জুন ২০২১ ২০:১৩
বৃষ্টি পড়ে কপাল জুড়ে
মেঘবালিকার চুলে,
ফোঁটা ফোঁটা মুক্তো দানায়
মনটা ওঠে দুলে।
মেঘবালিকা মেঘের ডানায়
যায় যে ভেসে দূরে,
টিপ টিপা টিপ বৃষ্টি ঝরায়
মনোবীণার সুরে।
মেঘবালিকা আসে ধেয়ে
কালো মেঘে ছেয়ে,
টাপুর টুপুর ছন্দ তোলে
বৃষ্টি জলে নেয়ে।
মেঘবালিকা খুশে মাতে
বৃষ্টি জলের আঁচে,
ঝুমুর ঝুমুর নুপুর পায়ে
ধিতাং ধিতাং নাচে।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
বিষয়: সুব্রত চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: