বিষন্নতা : সেলিনা পারভীন


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ২০:৩৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:২৮

 

আজ কাল বড় অস্হির আর মন খারাপ লাগে
বিষন্নতা সারাটাক্ষণ যেন, রেখেছে আমায় ঘিরে
জগত সংসার আমার এখন, ঘর আর ব্যালকোনী
বলতে পারো এটাই আমার নতুন এক পৃথিবী।

সারাটাদিন ঘরকন্যা করা, আছে নিত্য নতুন ঝামেলা 
সংসারের এই একঘেয়েমি ঘরকন্যার সব কাজে
মনটা আমার ছটফটিয়ে মরে, বদ্ধ ঘরের মাঝে
দমটা যেন হঠাৎ মাঝে মাঝে বন্ধ হয়ে আসে 
প্রানটা ভরে শ্বাসটা নিতে বাইরে যেতে 
তখন যে আমার ভিষন ইচ্ছে করে।

করোনা এসেছে এই দেশে, মহামারী এক রূপে
অযথা বাইরে ঘুরাঘুরি নিরাপদ নয় তাই একেবারে, 
মনটা করুক যতই আমার অকারণে হাসপাশ
বাইরে যেয়ে বাতাস খাওয়ার নেই কোন অবকাশ।

বারান্দাতে যেয়ে উদাস মনে তাই গ্রীলটা ধরে দাঁড়াই
আকাশ পানে, হাতটা আমার চোখটা বুজে বাড়াই
জনমানব-শূন্য কোলাহলহীন, নতুন এক কানাগলি
পরিচিত হকারদের নেই কোন, সেথায় ডাকাডাকি
দুঃখ ভরা মনে বিষন্নতার মাঝে আবার আমি হারাই।

করোনা থেকে কবে হবে চিরতরে আমাদের মুক্তি ?
বিষন্নতা দাও না আমায়, চিরতরে তোমার থেকে ছুটি
পাবো কবে ফিরে আমাদের সেই স্বাভাবিক পৃথিবী
মুক্ত হাওয়ায় ঘুরবো সবাই, আপনজনের সাথে
মিলবো সবাই আবার একসাথে উৎসবে আনন্দেতে।

 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top