মেয়েলি মন : তাজ ইসলাম
 প্রকাশিত: 
 ২০ জুলাই ২০২১ ০৮:২২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০২:২৪
 
                                
আকাশের মত মেয়েটির মন
ক্ষণে ক্ষণে রঙ পাল্টায়
আকাশের মত বিশাল মেয়েটির মন
অনেক নক্ষত্র ধারণ করে সে নিজের মনে।
মেয়েটি বিচিত্র মনের মানুষ
মুক্তিকামী মানুষের বুকে
গুলি ছুঁড়া পদন্নোতিপ্রাপ্ত বন্দুকের নলে
পুরস্কারের গোলাপকে প্রত্যাখ্যান করে অবলীলায়। 
মেয়েটি স্বদেশের নিকট অতীতের পথে হাঁটতে হাঁটতে ইতিহাসের সদর রাস্তায়
এসে থমকে দাঁড়ায়।
রাজপথ,মিছিল,পুলিশের কাঁদানেগ্যাস,জলকামানের সামনে
কতগুলো সাহসী হাত 
আষাঢ়ের নয়া পানিতে রাঙা পুঁটির মত হাতগুলো উর্ধ্বে লাফায়।
বাতাসে ভাসে বুলেটের শব্দসম শ্লোগান
স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তিপাক।
মেয়েটি নব্বইয়ের ধানমন্ডি,কলাবাগান,প্রেসক্লাব,
ইউনিভার্সিটি, গুলিস্হান,
নয়াপল্টনে এসে থামে
দেখে একটি ছেলে
স্বৈরাচারের লাঠিতে আহত,নিহত
কলার ধরে তাকে টেনেহেঁচড়ে নিয়ে যাচ্ছে উর্দি পরা গুন্ডা।
ছত্রভঙ্গ মিছিল
রক্তাক্ত রাজপথ।
হঠাৎ একটি সাহস রুখে দাঁড়াল
অবশিষ্ট একটি প্রত্যয় রুদ্র হয়ে উঠল
হাতে আধলা ইটের টুকরো 
স্বৈরাচারের নলের দিকে এগিয়ে
আসতে আসতে চিৎকার দিয়ে বলছে
শালা শুয়োরের বাচ্চা
দেশ কী তুর বাপের?
সাহসটা,গালিটা,ইটের আধলাটা
মেয়েটির খুব পছন্দ হয়
উড়নার কোণায় সচতনে 
বেঁধে রাখে সে।
মেয়েটির ভ্রমন পিপাসু মন
গ্রহ উপগ্রহ গ্যালক্সি ঘুরে
ফিরে আসে মানুষের পৃথিবীতে
মেয়েটি মজলুমের দুনিয়াতে হাঁটে
বঞ্চিত মানুষের ভীড়ে হাঁটে
হাঁটে শোষিত আর অধিকার হারা 
মানুষের নগরে।
খোজেঁ প্রতিবাদী, গোঁয়ার, একরোখা 
একটি যুবক
যে জালিমের মুখের উপর
একটা আস্ত ইট মেরে বলবে
ক্ষমতা ছাড় হারামজাদা।
মেয়েটির মন আকাশের মত
তার মেয়েলি মন কখন কী চায়
পাঠ করা দুরূহ 
রৌদ্র ও মেঘ খেলা করে অবিরত।
মেয়েটি মেয়ে বলেই অবিরাম 
বুনতে পারে স্বপ্নের উর্ণাজাল
আর পুরুষেরা কাপুরুষ হয়ে
চোখ বুঝে মেনে চলে
অত্যাচারী রাজার হুকুম।
বিষয়: তাজ ইসলাম

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: