ঈদি : সুব্রত চৌধুরী
প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৯:৩৯
আপডেট:
২০ জুলাই ২০২১ ০৯:৪০

বৃষ্টি ছাঁটে ছোঁবো তোমার
ডাগর চোখের পাতা,
শব্দ হয়ে ভরবো তোমার
প্রেমের খেরো খাতা।
বৃষ্টি জলে ধুয়ে দেবো
বিষাদটুকু মনের,
রং তুলিতে আঁকবো দু’জন
প্রেমের সুখের ক্ষণের।
সন্ধ্যাকাশের শশী হয়ে
জোসনা দেবো মুখে,
জুনির গানের ছন্দে দু’জন
উঠবো মেতে সুখে।
ঝড়ের বেগে প্রেমাবেগে
উঠবো দু’জন দুলে,
প্রেম যমুনার ঊর্মি হয়ে
আছড়ে পড়বো কূলে ।
বৃষ্টি জলে ভিজে দু’জন
চুমুক প্রেমের কাপে,
শুস্ক হবে দেহখানি
প্রেমের গরম ভাপে।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
বিষয়: সুব্রত চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: