দানবের গান : নুসরাত সুলতানা 


প্রকাশিত:
২৬ জুলাই ২০২১ ১৮:৩০

আপডেট:
২৬ জুলাই ২০২১ ১৮:৩৫

 

আমি একটি প্রজাপতির
অকাল মৃত্যুর কথা বলতে এসেছি।
বলতে এসেছি একটা ফুলের আত্মহত্যার কথা।
আমাকে বেদনার্ত করেছে;
একটি রুপসী ভরা যৌবনা নদীর 
আত্মহনন!
একটা চপলা হরিনীর পথ রূদ্ধ করে;
শিকারীরা মেতে ওঠে আদিম ভোজে!
হা মানুষ!  আজও তুমি
কেবল রক্ত আর মাংসেই নিজেকে 
বন্দী রাখলে!
পৃথিবীর তাবৎ ফুল বেঁচে বুঝি
মাংস খাবে?
গরু, কুমির, শূয়োর
নিস্তার নেই কোন প্রাণীর!
আজও বুঝি অন্ধকারে হয়ে ওঠ
এক আদিম দানব!
পোশাক, ভাষা আর প্রযুক্তি 
এই বুঝি সভ্যতার সর্বোচ্চ অর্জন? 
মানুষ তুমি কি;
সুন্দর মোহনীয় সাপটিকেও
রেঁধে বেড়ে হজমে তৃপ্তির ঢেকুর তুলবে?
তুমি কি কুড়ি থেকে;
গোলাপ অব্দি প্রষ্ফুটিত হবে না,
বিশুদ্ধ সৌন্দর্য আর ভালোবাসার প্রত্যয়ে?
তুমি কি নদীটির পাশে গিয়ে দাঁড়াবে না?
তুমি কি ফুলগুলোর পাশে যেয়ে;
ফিসফিসিয়ে বলবে না ভালোবাসি?
তুমি এই পৃথিবী কে প্রজাপতির
অভয়ারণ্য বানাবে না!
যদি তা না পারো।
জেনে রেখ নিশ্চিত;
এই বসুধা দানবের গানই গাইবে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top