তোমার কৃষ্ণ চুল : লাভলী ইসলাম 


প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ২০:৫৪

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০১:১৩

 

হঠাৎ অলস হয়ে আয়েশী বেশে 
গা এলিয়ে হেলে দুলে গড়িয়ে 
পড়লো সে 
অবাধ্য চরিত্রের বড় গুণের কদরে
আমি তখন নিবিড় আবেশে 
বিজন মনো কুজনে 
দেখছিলাম উন্মুখ হয়ে 
নিজেকে হারিয়ে দূর বহুদূরে 
আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা 
অতি উচ্চ মায়াবতী পাহাড়ের চূড়াতে
চোখের পর্দার আরশীতে
তার হৃদয় হরণ অট্রহাসির ঝংঙ্কারে 
আমি প্রতিধ্বনি শব্দের দরদী কুন্জে 
আটকা পড়েছিলাম মুগ্ধে আবেশে। 
ঠিক তখনই সে উড়ে এসে নাকে বসে 
চোখের পর্দার সামনে বাঁধার প্রাচীর হয়ে 
ছড়িয়ে পড়ে,
আমার স্বপ্নের পৃথিবী থেকে নিয়ে এলো বাস্তবতার মুখোমুখি 
সে আর কেউ নয় আমার অবাধ্য এলো চুল 
খোঁপা খুলে চোখ মুখ ডেকে বলে গেল 
তাকে ভেবে ভেবে করো না আর ভুল।
আমি অবাধ্য কালোকেশি এলো মেলো 
হাওয়ার দোলায় দোলা তোমার কৃষ্ণ চুল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top