কালো রাতে : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ২১:০১

আপডেট:
১১ আগস্ট ২০২১ ২১:৪৫

ছবিঃ সুব্রত চৌধুরী

 

মধ্য আগষ্ট পঁচাওরে
রাএি নামে ঝুপ,
দৈত্যগুলো হামলে পড়ে
ভয়ে সবাই চুপ।
ঘরে ঘরে সবাই তখন
স্বপ্ন সুখের ঘুমে,
একে একে ঝরে পড়ে
তপ্ত সীসার চুমে।
বাঁচাও! বাঁচাও! আর্ত চিৎকার
যায় না কারো কানে,
দৈত্যগুলো মেতে ওঠে
লোনা রক্ত পানে।
সিঁড়ির ‘পরে উপুড় হয়ে
বাংলাদেশের বুক,
কালো রাতের দৈত্য হানায়
হারায় দেশের সুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top