সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


শরৎ অভিসার : অমিতা মজুমদার


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৩

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৭

 

শরতের আকাশখানা দেখলেই,
মনে হয় বাসর শয্যা পাতি।
কার সাথে?
জানতে চাইছে সবাই!
কেন মেঘের সাথে!
সাদা মেঘেরা কেমন শুয়ে থাকে,
আকাশের বুক জুড়ে।
সে হোক না সকাল,কিংবা দুপুর,
সাঁঝবেলা নয়তো মধ্যরাত।
মেঘ যেন বাসর সাজিয়ে অপেক্ষায় থাকে,
তাই মন চায় মেঘের সাথেই করি বাসর জাগার মধুময় আলাপন।
মন চাইলে মেঘের সাথে ভেসে যেতে পারি,
নীল নীলিমায় সীমাহীন অনন্ত যাত্রায়।
নীলাকাশকে মনে মনে সমুদ্র ভেবে,
অবগাহন করতেও পারি।
নেই তাতে কোনো মানা,
যেমন খুশি তেমন করে বিলীন হতে পারি ।
আকাশের মাঝে অপেক্ষায় থাকা,
সাদা মেঘের সাথে মিলে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top