জোনাকিদের সাথে ঘর-সংসার : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২১

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৫

 

অনন্ত নক্ষত্রের আলোর জন‍্য অম্লান প্রতীক্ষা... 
নক্ষত্র আসেনি, আসেনি কোন ফুল, পরী, প্রেম,
দিন যায়, রাত আসে,মাস আসে, প্রাণ আসে না,
অনেক কথা বলার ছিল,কিছুই বলা হলো না।

অবশেষে জোনাকিরা একে একে চলে এলো 
আলোয় ভরে উঠলো চরাচর, রাতের আকাশ...
এত আলো চারিদিকে, এত প্রাণ চারিদিকে...
অথছ শান্তি নেই, সুখ নেই, কোথায় যেন শূন্যতা!

কথা হলো, বিনিময় হলো, একটা নতুন পৃথিবী
একটি নতুন স্বপ্ন, একটা নতুন প্রত‍্যাশা, অঙ্গীকার
ভরা রাত আসে, জোনাকিরা আসে, কথা হয়, সুখ
অথবা দুঃখের, প্রাপ্তি অথবা অপ্রাপ্তি, শেষ হয় না।

জোনাকিরা বলে গেল আমরা আলো দিই, শান্তি
পাই না, আমরা সান্ত্বনা দিই, স্বস্তি পাই না, সাহস 
জোগাই ভরসা পাইনা, চারিদিকে এত অন্ধকার,
এত অস্থিরতা, এত অসহিষ্ণুতা, এত প্রেমহীনতা!

জোনাকিরা বলে গেল, সব হিংসা ভুলে যাও, সব
দ্বন্দ্ব ভুলে যাও মানুষ, শান্তির গান ও মৈত্রীর গান
গাও, পরিশুদ্ধ হোক শরীর, হাজার বছর ধরে তাই
জোনাকিদের সাথে বেঁচে থাকা ও ঘর-সংসার।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top