যুগন্ধর হয়ে ওঠার কাহিনি : মহীতোষ গায়েন
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৩
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৬
একটু ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম,দাঁড়াতে দাও নি
একটু বসতে চেয়েছিলাম,সুযোগই পেলাম না...
আর কতকাল এভাবে রাখবে বলতে পারো? কি
সুখ তাতে? কিই বা প্রাপ্তি এই আধিপত্য দেখিয়ে।
অথচ মাথায় করে রেখেছি তোমার মত,পথ আদর্শ;
তুমি চাও না সত্য প্রকাশ হোক সামুদায়িক জীবনে?
কষ্ট করে তুলেছি বাহারি ফুল,তা দিয়ে গাঁথা মালার
নৈবেদ্য দেব বলে যত প্রস্তুতি সব পণ্ড হলো ভ্রান্তিতে।
বহুদিন ফুলের সৌরভ মাখিনি,শুনিনি পাখির কাকলি,
সব অব্যক্ত যন্ত্রণা অশ্রুকণায় পরিণত হয়ে বাষ্পীভূত,
ঝড়-বৃষ্টির আগাম পূর্বাভাষ ছিল না,তবুও গুমোট নিয়ে
এলো অকাল বর্ষণ,তা স্বস্তি না দিয়ে অস্বস্তি বাড়ালো।
এবার সন্ন্যাস নেওয়ার জন্য মনস্থির করেছি,যাবতীয়
চাওয়া পাওয়া পকেটে রেখে প্রহর কাটছে অস্থিরতার,
বাক্-সিদ্ধ পুরুষের শিরোস্ত্রাণ পরে ঢুকেছি জনারণ্যে...
সংকট ও সমস্যার স্রোতে অবগাহন করে যুগন্ধর হলাম।
ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব্যারকপুর, কলকাতা
বিষয়: মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: