সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


খোকাবাবুর একুশ : মালিহা পারভীন


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২২:০৬

 

উদোম গায়ে যে ছেলেটি খেলে পথের ধারে,
দুষ্টমিতে বাংলা বলে, বাংলায় গান ধরে।
ইচ্ছে করে অমন ক'রে বাংলা কথা বলি,
ইচ্ছে করে নাটাই হাতে মাঠের পরে ছুটি।
পাখির মতন শীষ দিয়ে যাই ধরি ঢেউয়ের ঝুঁটি,
বাংলাভাষায় গান গেয়ে যাই সকল বাঁধা টুটি।

আমার বেলায় অন্য নিয়ম বাংলা বলা মানা,
বড় মানুষ হতে নাকি ইংরেজি চাই জানা।
ইংরেজিতে করতে হবে আদানপ্রদান কথার
তা না হলে মান থাকে না ড্যাডি মাম্মি সবার।
ইংরেজিতে গান কবিতা, ইংরেজিতে কথা,
টিচার বলেন এ না হলে জীবন হবে বৃথা!


ঘুম ভেংগে যায় খোকাবাবুর প্রভাতফেরির গানে,
ইচ্ছে করি খালি পায়ে ছুটি মিছিল পানে।
ইচ্ছে করে মাম্মিকে আজ 'মা' ব'লে দেই ডাক,
'বউ কথা কউ' দূরে কোথাও ডাকে পাখির ঝাঁক।

আজ ড্যাডিকে চমকে দিব 'বাবা' ব'লে ডেকে,
গেছেন তাঁরা শহীদমিনার ভোরের আগে জেগে।
প্রভাত ফেরীর মিছিল শেষে ফেরেন তারা ঘরে
'মাগো' ব'লে খোকা মায়ের জড়িয়ে গলা ধরে।
বাবা তাকান চোখ পাকিয়ে, মায়ের কঠিন স্বর,
'আসছে টিচার এসব ছেড়ে ব্রেকফাস্টটা কর' ।

ঘর মুছছে রহিমা বুয়া তার ছেলেটি পিছে,
অ আ ক ক ডেকে ডেকে হাসছে কেবল মিছে।
মায়ের আঁচল ধরে শিশু 'মা মা ' ব'লে ডাকে
খোকাবাবুর চোখ ভিজে যায় বই দিয়ে তা ঢাকে।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো'
ভেসে আসে সেই সুর,
ঝলমলিয়ে হেসে উঠে ফাল্গুন রোদ্দুর।

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top