মন মন্দিরে : শাহানারা পারভীন শিখা
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০১:৫২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৫:৩৮

আমি কাহারো তরে আলোকবর্ষ ধরে
পথ পানে চেয়ে থাকি,
তব মন মন্দিরে আঁচল বিছায়ে
পুষ্প মাল্য গাঁথি।
পরাবো তোমারি গলেতে প্রিয়
এ মোর মধুরও আকুতি।
তুমি নিজ হাত খানি রেখো মোর হাতে
বলিওনা মোরে কোন কথা মুখে
শুধু বসে রব এই বিজন প্রহরে
ভালোবাসা বুকে বাঁধি।
পরাণ গহীনে অতি সযতনে
রাখিব তোমায় তুলে।
তুমি আমি মিলে
ভেসে যাবো আজ
যুগল প্রেমের স্রোতে।
শাহানারা পারভীন শিখা
কবি ও লেখক
বিষয়: শাহানারা পারভীন শিখা
আপনার মূল্যবান মতামত দিন: