নেক আমল : টুটু রহমান


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ২২:৪২

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৬ ০৮:২২

 

একলা মাটির ঘরে, থাকবে কেমন করে
যদি না রয় আমল, দু'হাত তোমার ভরে।

দম্ভে উচ্চ করে শির, চলোনা মাটির উপর
রাখবে যখন কবরে, সইবে চাপা কী করে।

মানুষের কল্যাণে কর, নিজের জীবন দান
তবেই দেখো মিলবে, মহান আল্লাহর শান।

নামাজ কর কায়েম, যাকাত কর আদায়
ঈমান রাখো মজবুত, আমল হবে নিখুঁত।

মরলে পরে দেখবে যখন,
কেউ রবে না পাশে তখন
নেক আমলই সাথে যাবে,
জান্নাতের-ই পরশ পাবে।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top