আমার নববর্ষে : মহীতোষ গায়েন
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০২:০৬
আপডেট:
২২ জানুয়ারী ২০২৬ ০৫:৫৬
আমার নববর্ষে নতুন জামা নেই,
মিষ্টি মুখ বা সুগন্ধি আতর নেই,
আমার নববর্ষে কোন ফুল নেই,
কাঁটা বা বাহাদুরি রাজনীতি নেই,
আমার নববর্ষে কোন কবিতা
পড়া বা বক্তৃতার আমন্ত্রণ নেই।
আমার নববর্ষে কোন লৌকিক,ভৌতিক
মোড়ক উন্মোচন নেই প্রাপ্তিযোগও নেই,
আমার নববর্ষে মিথ্যে ভালোবাসা নেই,
মিথ্যে কোন আশ্বাস বা রহস্য ভ্রমর নেই,
আমার নববর্ষে ১০৮টি নীল পদ্ম নেই,
অসহায় লাল নীল সবুজ গোলাপ নেই।
আমার নববর্ষে আছে
উদার আকাশ, প্রতিরোধের পাহাড়,
পবিত্র গঙ্গা, প্রেমিক প্রকৃতি,
মাটির ঘর, শান্তির হাওয়া,
মায়ের আঁচল, স্মৃতি ও
ঘুরে দাঁড়ানোর লড়াই,
আছে মুক্ত ভালোবাসা ও প্রেম;
এসো প্রতিদিন নববর্ষে একাত্ম হই।
ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব্যারকপুর, কলকাতা
বিষয়: মহীতোষ গায়েন

আপনার মূল্যবান মতামত দিন: