ভালো থেকো, সুখে থেকো নন্দিনী : সুব্রত চৌধুরী
 প্রকাশিত: 
 ২৯ এপ্রিল ২০২২ ০৩:০৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৫৫
                                
ফেলে আসা দিনের ডাইরির পৃষ্ঠা যদি উল্টাও
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
স্মৃতির পাতাগুলো উল্টাতে গিয়ে যদি দৃষ্টি ঝাপসে আসে
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি। 
স্মৃতির জাবর কাটতে গিয়ে যদি লোনা জল গডিয়ে পড়ে 
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
স্মৃতিমেদুর চোখ যদি রোদ সীমানায় কাউকে খুঁজে ফেরে
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
সমুদ্রের ঢেউ গুনতে গিয়ে যদি আঁচল খসে পড়ে 
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
আনমনে সন্ধ্যাতারা গুনতে গিয়ে যদি গননায় ভুল করো
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
গভীর ঘুমে কোনও দু:স্বপ্নে যদি তোমার ঘুম ভেংগে যায়
তাহলে বুঝবে কতটুকু সুখে আছো তুমি।
ভালো থেকো, সুখে থেকো নন্দিনী।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
বিষয়: সুব্রত চৌধুরী

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: