আমাদের দিন রাত্রি : সোলায়মান দেওয়ান


প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ২৩:৪৯

আপডেট:
১ আগস্ট ২০২২ ২৩:৫১

 

আমার আছে রাত্রি কালো
তোমার কাছে শুভ্র দিন,
একটি কুটির চাঁদের আলো
ভালবাসার একটু ঋণ।

শুকনো পাতা রোদের ছায়া
গোপন কথার ধানশিরি,
সকাল বেলা হাওয়ার খেলা
উদাস বসে পানকৌড়ি।

স্মৃতির পাখি ধুপ জোনাকি
একলা ঘুঘু মনটা পোড়া,
অচিন দ্বীপের গহীন চরে
মনটা উড়ু বলগা ঘোড়া।

মানুষগুলো সব দমের পুতুল
কপট স্বপ্ন মরিচীকায়,
মেঘের পাড়ে আশার প্রদীপ
জীবন কাটে গোলক ধাঁধায়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top