আমাদের কেটে গেছে কতোকাল : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ০২:০৮
আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৬

আমাদের কেটে গেছে অর্ধশত বছর আরো কয়েক বছর আগে।
আমাদের কালো চুলে শুভ্রতা উঁকি দিয়েছে সেই কবে।
আমাদের বহুমূত্র, উচ্চ রক্তচাপ, হাঁটু ব্যথা।
আমরা পেরিয়ে এসেছি কতশত হাজার, লক্ষ বিপত্তি।
আমরা এখন পশ্চিমে হেলে পড়া উত্তাপবিহীন সূর্য।
আচমকা আমরা বৈরী সময়কে পিছে রেখে
বর্তমান ফেলে ছুটে চলে যাই
শ্রেণি কক্ষের আট বছর বয়সে।
শৈশবকে ছুঁয়ে দিতে ফিরে গেলাম
প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ,
পেন্সিলের খোঁচা, মারামারি,
বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, খাতায় দাগানো,
বিচার দেয়া, ছুটে বেড়ানো
ব্যস্ত দিনমান।
দিগন্তের মতো শৈশব আমাদের ডাকে
হাত বাড়ালেই যাকে ছোঁয়া যায় অথচ সরে যায় দূরে।
আহা, স্বর্ণালী শৈশব আমাদের।
নারী নয়,পুরুষ নয়
শুধুই বন্ধু হয়ে হাত ধরা
ভরসা হয়ে পাশে থাকা।
অর্ধশত বছর পার হওয়া আমরা
শৈশবেই থেকে যাই যখন থাকি এক সাথে।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: