গণসংগ্রামের ডাইরি : মহীতোষ গায়েন
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২২ ০২:১৪
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২১

হৃষীকেশ পার্কে তখন সন্ধ্যা নেমে আসে
মেয়েটির কোলে মাথা রেখে দেয় ছেলেটি,
ছাতিম গাছে তখন আলো আঁধারি খেলা
স্বীকৃতি, নির্ভরতা চায় মেয়েটির কালবেলা।
জানে না তারা কীভাবে বাঁধবে ঘর
কীভাবে তাদের পড়াশোনা হবে শেষ,
কীভাবে তাদের চাকরি যোগাঢ় হবে
কীভাবে এই ভালোবাসা বেঁচে রবে।
রাজনীতি আজ নিষ্ঠুর হৃদয়হীন
চলে রুটি রুজির লড়াই অবিরত,
তীব্র সংকট আজ সমাজ সংসারে
বাড়ছে চিন্তা বাড়ছে হৃদয় ক্ষত।
পার্কে সন্ধ্যায় রাতচরা পাখি আসে
গেয়ে যায় পাখি বিষাদ সুরের গান,
সন্ধ্যা গড়িয়ে চরাচরে নামে রাত্রি...
স্বপ্ন সব ভেঙে হবে না তো খানখান!
এবার তারা ফিরবে বাড়ির পথে
অঘ্রানের নিষ্ঠুর শিশির পড়া রাত,
তাদের লড়াই শপথে অঙ্গীকারে-
প্রেম হবে জয়ী দূর হবে অভিঘাত।
হৃষীকেশ পার্কে এবার নতুন দিনের সূর্য
ছেলেটি মেয়েটি মহামিছিলের সামনে,
এবার সে ভালোবাসা গণসংগ্রামে যুক্ত
পথ হলো মসৃণ, মানুষ এবার ঝঞ্ঝা মুক্ত।
ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব্যারকপুর, কলকাতা
বিষয়: মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: