অপেক্ষা : মহীতোষ গায়েন
প্রকাশিত:
১৫ মার্চ ২০২৩ ২১:০৬
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২১

উঠবো বললেই ওঠা যায় না,
বসবো বললেই বসা যায় না,
কিজন্য উঠবো,কেনইবা উঠবো,বসবো
তা আগে বুঝে নিতে হয়,আকাশের দিকে একবার
দেখলে মাটির দিকে দু'বার,মাটি মানুষের গন্ধ বোঝে, সেজন্যও অমলতাস-অপেক্ষা।
ওঠা এবং বসার মধ্যে যে ব্যবধান তা
বুঝতে হয়,মাপতে হয়,তার শিক্ষাও নিতে হয়,
ভালোবাসি বললেই ভালোবাসা হয় না,
ভালোবাসা পরশপাথর!
স্পর্শ,অনুভূতি নিতে হয়,অপেক্ষা করতে হয়,
সেজন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়।
সব কিছুতেই পরীক্ষা দিতে হয়,নিতে হয়,
যাচাই করতে হয়,প্রস্তুতি নিতে হয় আজীবন...
পরীক্ষা দিতে দিতে একসময় সফল হওয়া যায়,
অপেক্ষা করতে করতে একসময় গাছে ফুল আসে,
ফল হয়,ফলের জন্যও অপেক্ষা করতে হয়
আমরা বুঝতে চাই না সময়ের জন্য অপেক্ষার গুরুত্ব।
ডঃ মহীতোষ গায়েন
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: