মাতৃভূমি : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ২১:৫১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

 

রামু গেয়ে উঠুক
ঢকেশ্বরী নেচে উঠুক
বাগেরহাট করুক মোনাজাত।
দোয়েল নেচে যাক অবিরত
কাঁঠালের গায়ে—
অর্কেস্ট্রা হোক মাতৃভূমি।

আমার কবিতারা উৎসব করুক সাভারে।


আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top