আমার ভাবনা : শাহানারা পারভীন শিখা


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ২২:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:৪৭


অস্থির চঞ্চল মন
কিছুটা বিক্ষিপ্ত,
হতাশা এসে গ্রাস করতে চাইছে,
নিজেকে ভীষন অসহায় লাগছে,
কান্নারা দুচোখের পাতায় এসে ভীড় করছে।

একটু ভাবুন তো!
দুচোখ ভাসিয়ে কান্না কি পারবে,
আপনার সকল সংকট দূরে সরিয়ে দিতে?
কিংবা আপনার মুখের হাসি ফিরিয়ে দিতে?
তাহলে কেন মিছে সময় নষ্ট করা!
কান্না চোখের পাতায় আসবার আগেই
মুছে ফেলুন।
দেখবেন ঝাপসা হয়ে আসা চোখের দৃষ্টি
স্বচ্ছ হয়ে গেছে।

মনের দরজা জানালা সব খুলে দিন।
মিষ্টি হাওয়া এসে আপনাকে ঠিক
ছুঁয়ে দিয়ে যাবে।
দেখবেন মন খারাপের গল্পগুলো
সব উড়ে গেছে।

একটা কথা আমাদের মনে রাখতেই হবে-
জীবন আমার।
নিজেকে ভালো রাখা এবং
ভালো থাকার পথটা
খুঁজে নিতে হবে নিজেকেই।
আসুন নিজেকে ভালো রাখি
এবং ভালোবাসি।

 

শাহানারা পারভীন শিখা
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top