মেঘ বিকেল : মালিহা পারভীন
প্রকাশিত:
১৭ জুন ২০২৩ ১৫:১৬
আপডেট:
১৭ জুন ২০২৩ ১৫:২৬
একেকটা মেঘ বিকেল যেন একেকটা চিঠি
বর্ষা যেন দরজায় কড়া নাড়া ডাকপিয়ন।
ঝুলি ভরা তার বিরহ প্রেম শৈশব কৈশোর
চিঠি জুড়ে অভিমান অনুরাগ।
ওই যে বইয়ের পাতায় শুকনো ফুল
এক মেঘ বিকেলে দিয়েছিলে কেউ,
ক্ষরা ঝড় জলময় ধূ ধূ এ জীবনে
এখনো ছড়ায় সুবাস বৃষ্টি বাতাসে।
আকাশ থেকে ঝরা বৃষ্টি ফোঁটায়
তোমার ভেজা চুলে গড়িয়ে পড়া জল ,
ভেসে থাকা মেঘ যেন তোমার চিবুক,
ঝড়ে কাঁপা সবুজ পাতা তোমার ভ্রু পল্লব।
একেকটা মেঘ বিকেল তাই মুঠো মুঠো মন খারাপ,
তোমার আঁচলে লুকানো বিষন্ন চোখ,
তোমার গায়ের গন্ধ দেনা করে দোলনচাঁপা
প্রথম কদম চোখ মেলে মেঘের কোচরে।
মেঘ বিকেলে পথ হারানোর বিলাপ ভরে রাখি বুক পকেটে,
অচেনা গন্তব্যে খুঁজি ফেরারি আমাকে।
ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
সেগুনবাগিচা, ঢাকা
বিষয়: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: