আহা বৃষ্টি : ড. শাহনাজ পারভীন
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৩
আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪
এই শ্রাবণে নব ঘন বনে, ডাকে ঘন ঘন, গণ জনমনে-
এই বৃষ্টি! তুমি এলে আজ, কৃষকের মনে নেই ঘনঘটা, নেই গুঞ্জন কোনো আজ।
নেই আবেগের কোনো কোলাহল, নেই স্বস্তি, নেই শান্তি-
তুমি এলে, সাথে নিয়ে উচ্চ বাজার দর, তুমি এলে ফের মেখে দুর্বিষহ ঝঞ্জাট।
তুমি এলে, নব শাখে ফোটে নি কোনো ফুল আজ কাছে-দূর
ঘন বরষায় মিহি গুঞ্জন বাজে নি নিক্কন কেয়া কদমের।
প্রিয় প্রেমিক গোঁজে নি কোনো ফুল, প্রিয় প্রেমিকার খোঁপাতে ঝলমল
তুমি এলে, বাজে নি এ বছর, ভালোবেসে টিনের চালে ঝমাঝম কোন সুর
তুমি এলে, ঘন বরষায়, তবু ভেজে নি কচু পাতা, ভেজে নি কুনো ব্যাঙ।
খেলেনি ফুটবল, তরুণ ঝলমল ঘন বৃষ্টির টানা দোলাতে
করে নি লুটোপুটি, সকাল-সন্ধ্যায়, নালা ও বিলের ঘোলা জলে ডানকানা মাছ
ধরে নি ঝুড়িতে, পেছে ও গামছায়, খুকুর শাড়িতে, মায়ের ওড়নায়,
ছেঁকে নি ছোট মাছ আনন্দ ধ্বনিতে।
পুড়েছে আমাজন, বিশাল পাহাড় আজ, দাউ দাউ থাবার- লেলিহান শিখাতে
আহা বৃষ্টি! কি যে মিষ্টি, লাগে নি এবার আজ
তুমি আসো, ভালোবাসো এই বাংলার সবুজ জাংলায়,
অবারিত মাঠ, ধানের চারাতে, দুলে ওঠো ফুলে ও ফলেতে।
ঝড় ঝঞ্জায়- ঘন বরষায় ধুয়ে যাক, যত ক্ষয়, কিছু ভয়,
উচ্চ মূল্য তেল, চাল, ডাল, নুন, ডিম, ভিমবার, চুন সবকিছুরই
শত খরায় তুমি আসো, ভালোবাসো, হেসে উঠুক মাঠ ভরা ধান।
ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক, অধ্যক্ষ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর
বিষয়: ড. শাহনাজ পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: