সিডনী মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২১শে অগ্রহায়ণ ১৪৩০


বাঙ্গালীর শেখ হাসিনা : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৩ ২০:৪৫

 

তোমার কথা গাঁথা আছে অন্তরে,
জড়িয়ে রেখেছো আমাদের কি জাদু মন্তরে...
চারদিকে আজ কত শোভা পায় পদ্মা,যমুনা ,মেঘনা,
জীবনবাজিতে গড়েছ দেশ ত্যাগ তোমার কমনা۔۔۔
মেট্রোরেল এ শিশু বয়োবৃদ্ধ,
মনের আনন্দে জয়কার তার আত্মা হয়েছে সিদ্ধ ۔۔۔
অন্তরে তুমি গেঁথে আছো থাকবে চির কাল,
উছলি উঠবে এই ভালোবাসা হৃদয়ে টাল মাতাল۔۔۔
কে আছে এমন যে তাকে ভালোবাসিনা,
ত্যাগে ও কর্মে শ্রেষ্ঠ মানুষ বাঙ্গালীর শেখ হাসিনা۔۔۔
????????????

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top