মুখ খুলে হাসো : মুহম্মদ নূরুল হুদা
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ১৩:৪৯
আপডেট:
৪ জানুয়ারী ২০২৪ ১৩:৫১
কোনো ধ্বনি নয় আর
প্রতিধ্বনিহীন
কোনো যুক্তি নয় আর
প্রতিযুক্তিহীন
পরাধীন নও শুধু
তুমিও আমার
আমার স্বাধীন সত্তা
অধীন তোমার
মানুষ, তোমার কোনো
প্রতিঅঙ্গ নেই,
আমার অনঙ্গে তুমি,
আমি তোমাতেই
বোধের ভিতের বোধ
অখণ্ড প্রবোধ,
বিনিময়হীন প্রাণ
অবোধ নির্বোধ
যা যা নেবে তা তা দাও
সম বিনময়
সমতা মমতা আনে
ক্ষমতায় নয়
তর্ক থাক, তর্ক রেখে
মুখ খুলে হাসো
চোখে চোখ রেখে বুক
খুলে ভালোবাসো
শেষ থেকে শুরু আর
শুরু থেকে শেষ
স্খলনেই শেষ নয়,
মিলন অশেষ
মুহম্মদ নূরুল হুদা
জাতিস্বত্তার কবি ও মহা পরিচালক,বাংলা একাডেমী
বিষয়: মুহম্মদ নূরুল হুদা
আপনার মূল্যবান মতামত দিন: