সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


নামের একটা সুগন্ধ থাকে : শাহান আরা জাকির পারুল


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ১৩:৫৯

আপডেট:
৭ জানুয়ারী ২০২৪ ১০:২৪

 

(অকাল মৃত্যু বরণকারি একজন শিশু সোনামেয়ে রাইদাহ গালিবার জন্মদিনে)

নামের একটা সুগন্ধ থাকে
সেই গন্ধটা কাছে ডাকে
গল্পকথায় উঠে আসে
চোখের কোনায় নামটি হাসে
ছোট্ট জীবন ডালা ভরে
দিয়ে গেছে উজাড় করে….

অল্প সময় এই পৃথিবীতে
চেয়েছিল অনেক দিতে
লিখেছিল কত কথা
ছোট্ট হাতে লিখতো যথা
বেশ কিছু তার বই দেখা যায়
বইমেলাতে শোভা পায়….

থামিয়ে দিলো রাক্ষস এক
থেমে যায়নি সবাই দ্যাখ
তার লেখনী খুব যে চড়া
পাঠক আছে জগৎ ভরা
মায়ের বুকের হাহাকারে
আমাদেরও হৃদয় কারে…..

সেই নামটির সুগন্ধ খুব
মন থেকে যে হয়না মুভ
রাইদাহ গালিব কি সুন্দর নাম
স্বর্গে গিয়ে বেঁধেছে ধাম
ভালো থেকো সোনামণি
অমর তুমি যাদুর খনি….

দূর আকাশের তারা হয়ে
মাকে ডেকো রয়ে রয়ে
একটু সুখ পাবে হয়তো
সারাক্ষনই কাঁদবে নয়তো
সবার দোয়া তোমার জন্য
সকলকে তুমি করেছো ধন্য….

 

শাহান আরা জাকির  
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top